ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যুবদলের ক্রীড়া সম্পাদক আবুল মনছুর খানকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন হাবিব ও মনছুরের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর।

আইনজীবী ইলতুৎমিশ সওদাগর প্রথম আলোকে বলেন, পল্টন থানার একটি মামলায় গত বছরের নভেম্বরে হাবিবুর ও মনছুরকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার সিএমএম আদালত। এই মামলায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ হাবিবুর ও মনছুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল্টন থানার মামলায় গত বছরের ২০ নভেম্বর হাবিবুর ও মনছুরের তিন বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।