মাদক সেবন নারীর প্রজননস্বাস্থ্যেও প্রভাব ফেলছে: ফরিদা আখতার

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজননস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে মাদক সেবন। এতে একজন নারীর সন্তানধারণ ও লালনপালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আহ্ছানিয়া মিশন মাদকাসক্ত নারীর চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। ‘অধিকার, সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক এ সভা ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফরিদা আখতার বলেন, দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে, কিন্তু মাদকের চিকিৎসায় পিছিয়ে আছেন তাঁরা। সামাজিক অপবাদ ও স্টিগমার কারণে মাদকাসক্ত নারীরা চিকিৎসা নিতে চান না।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজা রহমান চৌধুরী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়াসমিন এইচ আহমেদ। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাউন্সেলিং সার্ভিসের কো-অর্ডিনেটর রাহেনা বেগম ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) নায়লা পারভীন।