শ্রমজীবী মানুষ এখনো অধিকারবঞ্চিত: টিইউসি

রাজধানীর প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) নেতারা মিছিল বের করেছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষ এখনো সামাজিক মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত। তাঁদের চাকরির নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে শ্রমিকসহ সাধারণ মানুষ অসহায় ও মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।

আজ বুধবার মহান মে দিবস উপলক্ষে সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) নেতারা।

সমাবেশে নেতারা বেশ কিছু দাবি জানান। এর মধ্যে রয়েছে স্থায়ী মজুরি কমিশন গঠন করে উপযোগী মজুরি ঘোষণাসহ মজুরি বোর্ড গঠন; রেশনপ্রথা চালু; আইএলও কনভেনশন ও জাতীয় শ্রমনীতি অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা; শ্রম আইন সংশোধন; শ্রমিক হত্যার বিচার এবং শ্রমিকদের দমন-নির্যাতন বন্ধ করা।
আউটসোর্সিংয়ের নামে শ্রমিক–কর্মচারীদের মৌলিক অধিকার হরণ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়ে টিইউসির নেতারা আরও বলেন, নারী-পুরুষের বৈষম্য দূর করে সমমজুরি, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

টিইউসির সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে ষোষণাপত্র পাঠ করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা। সমাবেশে বক্তব্য দেন টিইউসির অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, কেন্দ্রীয় নেতা ইদ্রীস আলী প্রমুখ। সমাবেশের শুরুতে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল হয়।