তরুণীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ধর্ষণ
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. রফিক (৪১)। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন ও তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২২ বছরের এক পাহাড়ি তরুণী ফটিকছড়ির ভুজপুর এলাকায় রফিকের মুদিদোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেন। ২০১৭ সালের ১৫ মার্চ দোকানে যান ওই তরুণী। এ সময় তরুণীকে জোর করে দোকানে ধর্ষণ করেন রফিক। পরে আরও একাধিকবার ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে বিয়ের আশ্বাস দেন রফিক। পরে বিয়ে না করায় ঘটনাটি স্বজনদের জানান তরুণী।

এ ঘটনায় ২০১৭ সালের ১১ আগস্ট ভুক্তভোগীর চাচাতো ভাই ভুজপুর থানায় রফিকের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা ভুজপুর থানার তৎকালীন ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন একই বছর ১৪ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।