ছিনতাইয়ের সময় পুলিশ সদস্যকে খুন, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশ সদস্য ফরিদ উদ্দিনকে খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. মনিরকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশ সদস্যকে খুনের মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাজাপ্রাপ্ত আসামি মো. মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ৭ মে আদালত আসামি মনিরকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগর পুলিশের কনস্টেবল ফরিদ উদ্দিন অক্সিজেন এলাকায় দায়িত্ব পালন শেষে আগ্রাবাদ সিঅ্যান্ডবি কলোনি এলাকার বাসায় ফিরছিলেন। তাঁর পথ আটকে ছিনতাইকারীরা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। আশপাশের ফরিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ডবলমুরিং থানার তৎকালীন উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ৭ মে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এই মামলার রায় দেন। আসামি মনির ছাড়া বাকি তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।