আজ সারা দিন বইমেলা

মেলা আজ শুরু হবে সকাল আটটায়, চলবে রাত নয়টা পর্যন্ত। বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে গতকাল নতুন বইয়ের নাম জমা পড়েছে ৯৯টি।

বইমেলায় পছন্দের বই দেখছে শিক্ষার্থীরা। গতকাল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেছবি: দীপু মালাকার

আজ সব পথ এসে মিলবে শহীদ মিনারে। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর থেকেই শহীদ মিনার অভিমুখে জনস্রোত শুরু হয়েছিল। শহীদ দিবসের আগের দিনে বইমেলাতেও গতকাল বিপুল লোকসমাগম হয়েছিল। প্রায় ছুটির দিনের মতো। বরাবরই এই সময়গুলোতে মেলায় লোকসমাগম যেমন বাড়ে, বিক্রি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন প্রকাশকেরা।

শহীদ মিনার এলাকায় নিরাপত্তার কারণে গতকাল অবশ্য মেলার সময় আধা ঘণ্টা কমিয়ে শেষ করা হয় রাত সাড়ে আটটায়। তা সত্ত্বেও ভালো বিক্রি হয়েছে। অবসরের ব্যবস্থাপক মাসুদ রানা, আবিষ্কারের প্রকাশক দেলোয়ার হাসানসহ অনেকেই বললেন, প্রত্যাশা অনুসারেই বিক্রি হয়েছে। তবে আজ বিক্রি আরও বাড়বে বলেই ধারণা।

আমার পৃথিবী সরদার ফজলুল করিম প্রথমা প্রকাশন

বই নয়, ছাপা কাগজ

মেলায় এখন নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য মোড়ক উন্মোচন মঞ্চেও ভিড় হচ্ছে যথেষ্ট। গতকাল এখানে কথা হয় বিজ্ঞানবিষয়ক লেখক বুয়েটের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদীর সঙ্গে। তিনি মোড়ক উন্মোচন মঞ্চে এসেছিলেন কাজী নাজমুল ইসলামের কবিতার বই প্রথমার মোড়ক উন্মোচনের আয়োজনে অংশ নিতে। মেলার পরিবেশ আর নতুন বই সম্পর্কে তিনি বললেন, বড় লেখকদের এখন আর মেলায় দেখা যায় না।

লেখকদের বদলে প্যাভিলিয়নে এখন ভাইরাল হওয়া সেলিব্রিটিদের উপস্থিতি দেখা যাচ্ছে। আর দুই মলাটের মধ্যে যে লেখাগুলো ছাপা হচ্ছে, তাকে বই না বলে ছাপা কাগজ বলাই ভালো। যে চিন্তা, যে সৃজনশীলতা, সৌন্দর্যচেতনা, বিষয়বস্তু একটি বইতে থাকা প্রয়োজন, বই লিখতে লেখকের যে প্রস্তুতি প্রয়োজন, তা এসব বইতে পাওয়া যাচ্ছে না। এসব রাশি রাশি ছাপা কাগজের স্তূপে চাপা পড়ছে আমাদের প্রকাশনা, সৃজন-মননের ঐতিহ্য। এই বিষয়গুলো নিয়ে এখন গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এবার মেলায় তাম্রলিপি থেকে তাঁর দুটি বই—কেলাসের কথাকোয়ান্টাম তরঙ্গ এসেছে বলে জানালেন তিনি।

তিন ভুবনের অন্ধ মুহম্মদ নূরুল হুদা চিরদিন

আজ মেলায় একুশের বক্তৃতা

মেলা আজ শুরু হবে সকাল আটটায়, চলবে রাত নয়টা পর্যন্ত। বিকেল চারটায় মূল মঞ্চে হবে এবারের ‘অমর একুশের বক্তৃতা’। এবারের বক্তা কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, স্বাগত বক্তব্য দেবেন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

নতুন বই

বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে গতকাল নতুন বইয়ের নাম জমা পড়েছে ৯৯টি। প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় ছিল যথেষ্ট। ব্যবস্থাপক জাকির হোসেন জানালেন, ভাষা আন্দোলন নিয়ে নতুন–পুরোনো মিলিয়ে বেশ কিছু বই প্রকাশ করেছে প্রথমা। অন্য বইয়ের পাশাপাশি ভাষা আন্দোলনবিষয়ক বইগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল বেশি। আজ অমর একুশের দিনেও এসব বইয়ের প্রতি পাঠকের চাহিদা থাকবে বলে তিনি জানালেন। এই বইগুলোর মধ্যে এবারের নতুন বই বরেণ্য শিল্পী ও ভাষাসৈনিক মুর্তজা বশীরের একুশের লেখা একুশের আঁকা। এ ছাড়া আগের বইয়ের মধ্যে আছে ভাষাসৈনিক আহমদ রফিকের দুই বই—একুশের মুহূর্তগুলো এবং ভাষা আন্দোলন। আছে মতিউর রহমান সম্পাদিত একুশের পটভূমি একুশের স্মৃতি, আনিসুল হক সম্পাদিত শিশু-কিশোরদের উপযোগী একুশের শহীদ: ছয় ভাষাশহীদের জীবনগাথা

মানুষের গল্প সাদিয়া মাহ্‌জাবীন ইমাম পাঠক সমাবেশ

অন্যান্য নতুন বইয়ের মধ্যে কথাপ্রকাশ এনেছে সনৎকুমার সাহার অর্থনীতিবিষয়ক বই অর্থনীতির ন্যায়-অন্যায়, পাঠক সমাবেশ এনেছে সাদিয়া মাহ্জাবীন ইমামের গল্প মানুষের গল্প, জার্নিম্যান বুকস এনেছে ইরাজ আহমেদের কবিতা অচেনা চিন্ময়ীকে, ঐতিহ্য এনেছে জিয়া হাশানের গল্প দুপুরের পাড়ে পুকুরের আড়ে, শিশু একাডেমি এনেছে তপন বাগচীর লেখা ছোটদের উপযোগী জীবনীগ্রন্থ সন্তোষ গুপ্ত, পাঞ্জেরী এনেছে দন্ত্যস রওশনের নির্বাচিত কিশোর উপন্যাস, অনিন্দ্য এনেছে মোহিত কামাল সম্পাদিত ও মফিদুল হকের ভূমিকা যুক্ত অক্ষরস্রোতে বঙ্গবন্ধু। আগামী এনেছে আবদুল্লাহ আল আমিনের গবেষণা লালন ফকির: এক নিঃসঙ্গ সাধক এবং আবু হেনা মোরশেদ জামান ও ড. মো. তৈয়বুর রহমানের স্মার্ট বাংলাদেশের অদম্য অভিযাত্রা ও অন্যান্য প্রসঙ্গ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও রক্তাক্ত ১৫ আগস্ট
সম্পাদনা: মতিউর রহমান প্রথমা প্রকাশন

পঁচাত্তরের আগস্ট ও নভেম্বরের অস্থির সময় নিয়ে দুটি বই

১৯৭৫ সালের আগস্ট এবং নভেম্বর বাংলাদেশের ইতিহাসের বাঁকবদলের বছর। আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার নিহত হওয়া আর তারপর নভেম্বরে পাল্টাপাল্টি সেনা অভ্যুত্থান। বাংলাদেশের ইতিহাসের ওপর ঘটনাগুলোর প্রভাব সুদূরপ্রসারী। এদের সম্পূর্ণ বৃত্তান্ত আজও পুরোপুরি উদ্‌ঘাটিত হয়নি। বিভিন্ন দৃষ্টিকোণ ও অবস্থান থেকে ঘটনাগুলো নিয়ে অনেক লেখা রয়েছে। কিন্তু কোথাও পুরো চিত্র পাওয়া যায় না। এই দুই পর্বকে নিয়ে বহু সময় ও শ্রমে সংগৃহীত রচনা নিয়ে মতিউর রহমানের সম্পাদনায় প্রথমা প্রকাশন প্রকাশ করেছে দুটি বই। বই দুটিকে পর্ব দুটির ধারাবাহিকতা বলা যায়।

পঁচাত্তরের অস্থির সময়
সম্পাদনা: মতিউর রহমান প্রথমা প্রকাশন

প্রথম বইটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও রক্তাক্ত ১৫ আগস্ট: স্মৃতি দলিল মতামত। এতে সংকলিত হয়েছে প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা, বিশিষ্টজনের লেখা ও অন্যান্য দলিল। বাকশাল গঠন, সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধুর সপরিবার নির্মমভাবে নিহত হওয়ার ইতিহাস যে কত বিচিত্র ধারায় বয়ে চলেছে, তা পাঠকদের বিস্মিত করবে।

 নভেম্বরে আবার সামরিক অভ্যুত্থান, জাতীয় চার নেতার হত্যা, পাল্টা সামরিক অভ্যুত্থান—সব মিলিয়ে বছরটি ছিল বাংলাদেশের একটি গভীর সংকটের কাল। এত অল্প সময়ে এত সব তাৎপর্যপূর্ণ ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। ১৯৭৫ সালের নভেম্বরের অস্থির সময় নিয়ে দ্বিতীয় বইয়ের নাম পঁচাত্তরের অস্থির সময়: ৩ থেকে ৭ নভেম্বরের অকথিত ইতিহাস। বই দুটি প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।