সংস্কার করা ট্রাইব্যুনালের মূল ভবন-এজলাসকক্ষ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা মূল ভবন ও এজলাসকক্ষ আজ মঙ্গলবার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদছবি: শুভ্র কান্তি দাশ

সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাসকক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তিনি উদ্বোধন করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকার আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ জুলাই গণ-অভ্যুত্থানকালের গণহত্যা-মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নেয়। সংস্কার করা ট্রাইব্যুনালে এ বিচার চলছে। এ ট্রাইব্যুনালই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে।

প্রাথমিকভাবে পুরোনো হাইকোর্ট প্রাঙ্গণের একটি টিনশেড ভবনে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অন্যদিকে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কারকাজ চলছিল। সংস্কারকাজ শেষে আজ এ ভবনের উদ্বোধন করা হলো। এখন থেকে মূল ভবনেই ট্রাইব্যুনালের কার্যক্রম চলবে।

আজ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাসকক্ষের উদ্বোধনের সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।