কর্মক্ষম সমাজ গঠনে অনন্য প্রয়াস

সেপটেক্স ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠান
ছবি–আয়োজন প্রতিষ্ঠান


শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআইয়ের সুপরিচিত ব্র্যান্ড সেপটেক্সের উদ্যোগে গত সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয় সেপটেক্স ঘুরে দাঁড়ানোর গল্প শিরোনামে একটি ভিন্নধর্মী প্রয়াস। এতে সহযোগী হিসেবে ছিল ইজি লাইফ ফর বাংলাদেশ এনজিও। এই প্রয়াসের মূল উদ্দেশ্য ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের আর্থিক সহায়তার মাধ্যমে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গের ব্যবস্থা করে দেওয়া, যাতে তাঁরা আবার সক্রিয় জীবনযাপনে ফিরতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদ, প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার সাজিদ কায়সার এবং ইজি লাইফ ফর বাংলাদেশের ডিরেক্টর মো. মনিরুল ইসলাম।

বিভিন্ন দুর্ঘটনার কারণে শারীরিক প্রতিবন্ধকতার শিকার অসংখ্য মানুষ রয়েছেন বাংলাদেশে। যাঁরা এই প্রতিবন্ধকতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, যা তাঁদের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত করছে। কর্মক্ষম জীবনযাপনে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন তাঁদের জন্য প্রাথমিকভাবে একটি চ্যালেঞ্জ। বিষয়টি সামনে রেখে ‘সেপটেক্স ঘুরে দাঁড়ানোর গল্প’ উদ্যোগের পরিকল্পনা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রয়াসটি দেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুপ্রাণিত হবেন। সেই সঙ্গে প্রত্যেকের অবস্থান থেকে এমন শারীরিক প্রতিবন্ধকতায় থাকা মানুষের পাশে দাঁড়াবেন। যার মাধ্যমে সুন্দর কর্মক্ষম সমাজ গঠনে সহায়ক হবে।