স্নোটেক্স আউটারওয়্যার পেল জাতীয় পরিবেশ পদক
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য ‘জাতীয় পরিবেশ পদক-২০২৪’ পেয়েছে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড। পরিবেশবান্ধব ইটিপি ও জিরো ওয়েস্ট জেনারেশনের লক্ষ্যে কাজের স্বীকৃতিস্বরূপ স্নোটেক্সকে এ পদক দেওয়া হয়।
গত বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) মো. তোফাজ্জল হোসেনের হাতে এ পদক তুলে দেন।
পরিবেশ পদক পাওয়ার প্রতিক্রিয়ায় তোফাজ্জল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমাগত ভূমিক্ষয় ও অন্যান্য ক্ষতি থেকে প্রাণ-প্রতিবেশকে বাঁচাতেই পরিবেশবান্ধব কারখানা নির্মাণে আমরা মনোযোগ দিয়েছি। যার স্বীকৃতি হিসেবে এ অর্জন।’
স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর (গ্রুপ অপারেশন) মোশারফ হোসেন বলেন, ‘আসলে পুরস্কার পাওয়ার জন্য নয়, দেশের পরিবেশ ও প্রতিবেশ উপযোগী করেই আমরা আমাদের প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। তবে পদক পাওয়া সত্যিই আমাদের কাছে অসামান্য অর্জন। ভবিষ্যতেও আমাদের যেকোনো যাত্রা প্রাণ-প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখেই হবে।’
দেশের অন্যতম তৈরি পোশাক উৎপাদন ও রপ্তাননিকারক স্নোটেক্সের সহযোগী প্রতিষ্ঠান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড ঢাকার অদূরে ধামরাই উপজেলার ঢুলিভিটার লাকুরিয়া পাড়ায় অবস্থিত। বর্তমানে প্রতিষ্ঠানটির জনবল ৯ হাজারের বেশি।