রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন চার নারী

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা স্মারক হাতে বাঁ থেকে নাজমুন নাহার, রেহানা পারভীন, সেলিনা আক্তার ও লাবনী ইয়াসমিন (সর্ব ডানে)। মাঝে কালো শাড়িতে নির্বাচকদের একজন ব্যাবসায়িক প্রতিষ্ঠান গুটিপার ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি
ছবি: প্রথম আলো

বরিশালে অসহায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নাজমুন নাহার। রংপুরের মফস্‌সল এলাকার অনিয়ম পত্রিকার পাতায় তুলে ধরেছেন লাবনী ইয়াসমিন। রেহানা পারভীন দীর্ঘদিন ক্রীড়াক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের সেবায় কাজ করে চলেছেন সেলিনা আক্তার। এই চার নারীকে দেওয়া হলো ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা–২০২২’।

সমাজকল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ ও ক্রীড়া—এই চার ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় রাঁধুনী কীর্তিমতী সম্মাননা। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’ প্রায় দেড় যুগ ধরে এই পুরস্কার দিয়ে আসছে। সম্মাননা পাওয়া এই চার নারীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও তাঁর দলের শিল্পীদের পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে কীর্তিমতী নারীদের সম্মাননা দেওয়া হয়। ফাঁকে ফাঁকে ছিল অতিথিদের বক্তৃতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।

কীর্তিমতী চার নারীর একজন ময়মনসিংহের সেলিনা আক্তার। তিনি যৌতুক, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে কাজ করছেন। ময়মনসিংহের শতাধিক অসহায়, নির্যাতিত, প্রতিবন্ধী ও গৃহহীন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাঁকে দেওয়া হয় কীর্তিমতী হিতৈষী সম্মাননা।

সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন রংপুরের সাংবাদিক লাবনী ইয়াসমিন। ১০ বছর ধরে ওই অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর অধিকারের পাশাপাশি নানা অনিয়ম বিষয়ে প্রতিবেদন করে সমাজে দৃশ্যমান পরিবর্তনে ভূমিকা রেখে চলেছেন এই সাংবাদিক। কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন বরিশালের নাজমুন নাহার রীনা। তাঁর প্রতিষ্ঠিত কুটির ও বস্ত্রশিল্পসহ বিভিন্ন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি ও প্রতিবন্ধী নারীদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন তিনি।

কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা পেয়েছেন একসময় দেশের দ্রুততম মানবী রেহানা পারভীন। সাফ গেমসে পদকজয়ী খুলনার এই দৌড়বিদ সাফ গেমসের আম্পায়ার, সংগঠক, রেফারি ও বিচারক।

সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাদিয়া বিনতে আমিন, ওয়ান্ডার ওমেনের প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান এবং পারভেজ সাইফুল ইসলাম। শিল্পী পিন্টু ঘোষের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।