রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বইবৃক্ষের ‘বুক কনসার্ট’

বইবৃক্ষ কনসার্টে অতিথি, পাঠক ও বইপ্রেমীরা
ছবি: সংগৃহীত

বই পড়ুয়াদের ডিজিটাল প্ল্যাটফর্ম বইবৃক্ষের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বুক কনসার্ট। বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এই আয়োজন করা হয়।

‘বইবৃক্ষ বুক কনসার্ট রাবি’ শীর্ষক এ আয়োজনে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক কিঙ্কর আহ্সান, কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মামুন, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, প্রথমা ডটকমের সমন্বয়ক ও কথাসাহিত্যিক রাসেল রায়হান প্রমুখ।

প্রায় ৫০০ জন নিবন্ধিত পাঠকের উপস্থিতিতে এ অনুষ্ঠানে ছিল হাতে লেখা চিঠি উপহার, কুইজ প্রতিযোগিতা, বই নিয়ে আড্ডা ও পরিচয় পর্বের মতো আয়োজন। উপস্থিত লেখক ও বইপ্রেমীরাও বক্তব্য দেন। আর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে পুরস্কার হিসেবে দেওয়া হয় বই ও গাছ।

বুক কনসার্টের আয়োজক বইবৃক্ষের প্রতিষ্ঠাতা রমজান আলী বলেন, এর আগে বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ, চাঁদপুর ও পাবনা শহরে বেশ সাড়া ফেলে এ আয়োজন।

বই পড়া ও সংগ্রহ করা রমজানের নেশা। ছাত্রাবাসের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ঘোষণা দেন, তাঁর কাছে ৩০টি বই আছে। কেউ পড়তে চাইলে নিতে পারে, তবে ফেরত দিতে হবে। এরপর থেকেই শুরু হয় বই নিয়ে আলোচনা। বন্ধুরা উপহার দিল আরও ৫০টি বই। ঠিক করলেন ‘বইবৃক্ষ’ নামে ফেসবুকে গ্রুপ খুলবেন যে গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে বই বিনিময় করবেন।

‘বইবৃক্ষ’ নামে ফেসবুকে একটি পেজ ও একটি গ্রুপ আছে। বর্তমানে ফেসবুকে প্রায় দেড় লাখ পাঠক বইবৃক্ষের সঙ্গে যুক্ত রয়েছেন। ২৯টি দলের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইবৃক্ষের উদ্যোগে নিয়মিত বই পাঠের আয়োজন করা হয়।