আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা এবি পার্টির
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তাদের অভিযোগ, সরকারদলীয় নেতারা বৈষম্যমূলক কোটার পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছেন।
সোমবার এক বিবৃতিতে এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এ অভিযোগ ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীরা সরকারের জারি করা প্রজ্ঞাপনের পক্ষে আন্দোলন করছিলেন। কথা ছিল সরকারপক্ষের আইনজীবীরা আদালতে কোটা বাতিলের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবেন। তা তো হয়নি, বরং আশ্চর্যজনকভাবে সরকারদলীয় নেতারা বৈষম্যমূলক কোটার পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছেন।
এবি পার্টির নেতারা মনে করেন, বর্তমান সরকার সব সময় নির্যাতনের মাধ্যমে যৌক্তিক আন্দোলন দমন করে আসছে। এর আগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কিশোর ছাত্রদের ওপরও তারা ছাত্রলীগের হেলমেট বাহিনী লেলিয়ে দিয়েছিল। সোমবারও একই কায়দায় বিপুলসংখ্যক বহিরাগত কিশোর গ্যাং ও যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে দুই শতাধিক ছাত্রছাত্রীকে আহত করা হয়েছে।
কোটা সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সমাজের অনগ্রসর শ্রেণি, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা রাখা যেতে পারে। বাকি ৯৫ শতাংশ মেধাবীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তাঁরা।