চট্টগ্রামে ‘বন্ধুর’ ছুরির আঘাতে বন্ধু খুন
চট্টগ্রাম নগরে কথা–কাটাকাটির জেরে মোহাম্মদ হাসান (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ বেলা সাড়ে তিনটার দিকে নগরের পুরাতন কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছুরাকাঘাতের অভিযোগে মো. মিল্লাত (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত হাসান ও আটক মিল্লাত দুজন বন্ধু। তাঁরা রংমিস্ত্রি হিসেবে একসঙ্গে কাজ করতেন। হাসান নগরের মোহরা ওয়ার্ডের ওসমানিয়া পোলের গোড়ার বাসিন্দা। তিনি নগরের পুরাতন কালুরঘাট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। একই বাড়ির মালিকের বাসায় ভাড়া থাকতেন মিল্লাতও। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর দক্ষিণ হাতিয়ায়।
হাসানের বড় ভাই মোহাম্মদ মুন্না প্রথম আলোকে বলেন, একটি স্থানীয় দোকান থেকে পান খেয়ে বের হওয়ার পর হাসানকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন মিল্লাত। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই মৃত্যু হয় হাসানের। এ সময় মিল্লাতকে আটক করে লোকজন।
নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান বলেন, কথা-কাটাকাটির জেরে হাসানকে ছুরিকাঘাতে করেন তাঁর বন্ধু মিল্লাত। তাঁকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে।