অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ৬ জন গ্রেপ্তার
রাজধানীর চকবাজার এলাকায় পলিথিন কারখানায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার চকবাজার থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চকবাজার থানা-পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির (২৮), আরিফুল ইসলাম (৪০), আনোয়ার হোসেন খোকন (৪৮), শাহাবুদ্দিন (৪৫), নাজমুল আলম উজ্জ্বল (৩৬) ও মো. সুমন (২৬)।
ডিএমপির বর্ণনা অনুযায়ী, গত রোববার সকালে পুলিশ ও র্যাবের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে একটি দল চকবাজারে পলিথিনবিরোধী অভিযান চালায়। এই সময় চকবাজারের পশ্চিম ইসলামবাগে কবির হোসেন ও ইলিয়াছ সরদারের ভাড়া করা বাসা থেকে মোট ৪০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এসব পলিথিন একটি পিকআপে তুলে ফেরার পথে ১৫০-২০০ জন ব্যক্তি লাঠি, ইট, লোহার রড নিয়ে অভিযানকারী দলের পথ আটকান। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক (উপসচিব) মো. শওকত আলীকে মারধর করে গুরুতর আহত করেন তাঁরা। এমনকি পিকআপে থাকা জব্দ হওয়া পলিথিনের বস্তা ছিনিয়ে নিয়ে যান এবং পিকআপটি ভাঙচুর করেন।
হামলায় আহত পরিচালক মো. শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়। পরে অভিযান চালিয়ে হামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।