প্রকাশিত হয়েছে ড. মনজুর আহমদের ‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর’

ড. মনজুর আহমদের নতুই বই প্রকাশিত হয়েছে
ছবি: প্রথমা

স্বাধীনতার পর জরুরি ছিল মৌলিক কিছু সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পুনর্বিন্যস্ত করা। প্রায় প্রতিটি সরকার নতুন শিক্ষা কমিশন গঠন করলেও শিক্ষার প্রত্যাশিত রূপান্তর ঘটেনি। সেই রূপান্তরের তাগিদ এখন আরও বেশি অনুভূত হচ্ছে। দেশের শিক্ষাব্যবস্থার সেই রূপান্তর এবং এ ক্ষেত্রে নানা করণীয় নিয়ে ‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর’ বইটিতে বিশদ ও অনুপুঙ্খ আলোচনা করেছেন ড. মনজুর আহমদ। তাঁর এই বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

শিক্ষাব্যবস্থা ও শিক্ষার রূপান্তর সম্পর্কে লেখার জন্য সব থেকে যোগ্যদের অন্যতম ড. মনজুর আহমদ। তিনি গণচীন, ইথিওপিয়া ও জাপানে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর এবং ইউনিসেফের প্রধান দপ্তরে জ্যেষ্ঠ শিক্ষা পরামর্শক ও ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক ছিলেন। অনানুষ্ঠানিক শিক্ষার যুগান্তকারী ধারণা প্রবর্তনে যুক্ত ছিলেন ফিলিপ কুম্বসের সঙ্গে। তিনি ইউনিসেফের শিক্ষাকৌশল ও সবার জন্য শিক্ষা ওয়ার্ল্ড কনফারেন্স পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশ্বের বহু দেশ শিক্ষার মানোন্নয়নে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়েছে।

প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তর ও সব ধারা-উপধারার পরিচয় প্রদান এবং এ ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা সম্পর্কে সত্য উচ্চারণের পাশাপাশি লেখক এ বইয়ে তাঁর মৌলিক চিন্তাও তুলে ধরেছেন, যা ভবিষ্যতে আমাদের শিক্ষা পরিকল্পনাকে পথ দেখাবে। নীতিনির্ধারক থেকে মাঠের রাজনীতিক, শিক্ষক থেকে শিক্ষানুরাগী—যাঁরাই শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও যুগোপযোগী শিক্ষার পক্ষপাতি, তাঁরা বইটি পাঠে উপকৃত হবেন।

বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। ৩৬৮ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারিত হয়েছে ৮৫০ টাকা। ছাড়ে পাওয়া যাচ্ছে প্রথমা প্রকাশনের সব বিক্রয়কেন্দ্রসহ দেশের সব সৃজনশীল ও মননশীল বইয়ের দোকানে। এ ছাড়াও বইটি প্রথমা ডটকম ও দেশের সব অনলাইন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।