শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

শর্তসাপেক্ষে নির্ধারিত–সংখ্যক হিন্দি সিনেমা আমদানির পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রোববার সচিবালয়ে চলচ্চিত্র-সংক্রান্ত ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা জানান। সংগঠনটির বিভিন্ন দাবির মধ্যে এই দাবিও আছে।

পরিষদের সদস্যসচিব ও চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ দাবিদাওয়া পড়ে শোনান। পরে দাবিগুলো মন্ত্রীর হাতে তুলে দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত।

এ সময় চলচ্চিত্র-সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।