সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ ডিসেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কারামুক্তির পরদিন নৌকার প্রার্থী হলেন বিএনপি নেতা শাহজাহান ওমর

শাহজাহান ওমর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারের ইউটিসি ভবনে সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানান
ছবি: প্রদীপ সরকার

জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিন আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাকিবকে শোকজ

মাগুরার গড়াই সেতু এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে যাওয়া সাকিব আল হাসানকে গতকাল অভ্যর্থনা জানানো হয়
প্রথম আলো ফাইল ছবি

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শোকজ করা হয়েছে। তাঁকে শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীর উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিস্তারিত পড়ুন...

সূক্ষ্ম কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ‘নৈশ ভোট’এবং...

আজ মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার আগে যদি নাটকীয় কিছু না ঘটে, তাহলে শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধানত আওয়ামী লীগ প্রার্থী বনাম আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রার্থীর লড়াই। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশের হয়ে নাজমুলই প্রথম

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই শতক, নাজমুলের উচ্ছ্বাসটা তাই বেশিই
শামসুল হক

টেস্ট অধিনায়কত্বের অভিষেকে তিন অঙ্ক ছোঁয়া ব্যাটসম্যানের সংখ্যা কম নয়। সিলেটে চলা বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের আগেই সংখ্যাটা ৩১। কিন্তু লম্বা এই তালিকায় বাংলাদেশের কেউ ছিলেন না এত দিন। আজ সেই অভাব ঘুচিয়ে দিয়েছেন নাজমুল হোসেন। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই তিন অঙ্ক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিস্তারিত পড়ুন...