সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জামায়াত ও শিবির নিষিদ্ধ হচ্ছে, ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজ সোমবার ১৪ দলের বৈঠক হয়
ছবি: বাসস

জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোট। আগামী দু–এক দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জোটের বৈঠকে জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

জাতিকে নিয়ে মশকরা কইরেন না, যাকে ধরেন, খাবার টেবিলে বসিয়ে দেন : হাইকোর্ট

জাতিকে নিয়ে মশকরা কইরেন না: হাইকোর্ট

‘জাতিকে নিয়ে মশকরা কইরেন না’—সোমবার এক শুনানিতে এ মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয়জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশে হাইকোর্ট এ মন্তব্য করেন।
বিস্তারিত পড়ুন...

সমন্বয়কদের নিয়ে ডিবিপ্রধানকে ৩ প্রশ্ন করে যে জবাব পেলেন সোহেল তাজ

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিম আহমেদ সোহেল তাজ। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে
ছবি: খালেদ সরকার

গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে দেখতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাঁকে। কখন এই সমন্বয়কদের ছাড়া হবে, সে বিষয়েও কোনো সদুত্তর পাননি তিনি। বিস্তারিত পড়ুন...

ফরিদপুরে ডিবির ওসির উপস্থিতিতে সংবাদ সম্মেলন, আন্দোলন ‘প্রত্যাহারের ঘোষণা’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের ব্যানারে সংবাদ সম্মেলন। আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও ফরিদপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়দানকারী কয়েকজন তরুণ সংবাদ সম্মেলন করে ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুরের’ ব্যানারে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত পড়ুন...

সাংবাদিকদের মধ্যে এত ক্ষমতার ক্ষুধা আগে দেখা যায়নি

সংবাদমাধ্যমের কাজ বিশ্লেষণাত্মক, যুক্তিশীল, অন্তর্ভুক্তিমূলক সহনশীল সমাজ গড়ে তুলতে সহায়তা করা। কিন্তু বাংলাদেশের সাংবাদিকতায় রাজনৈতিক লেজুড়বৃত্তি প্রতিষ্ঠা পেয়েছে। ক্ষমতাবানেরা যে ফাঁদ পেতেছেন, সাংবাদিকেরা তাতে ধরা দিচ্ছেন। সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি নিয়ে লিখেছেন খান মো. রবিউল আলম। বিস্তারিত পড়ুন...