পুলিশ আইনের কিছু জায়গায় আধুনিকায়ন করা উচিত: পুলিশ সংস্কার কমিশনের প্রধান

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেনছবি: বাসস

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, দেশে বিদ্যমান পুলিশ আইনগুলো ব্রিটিশ আমলের। এগুলোর কিছু জায়গায় আধুনিকায়ন করা উচিত। এ বিষয়ে সবার মতামত নিয়ে কিছু কিছু ধারা পরিবর্তনের সুপারিশ করা হবে।

আজ রোববার সচিবালয়ে কমিশনের সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে সফর রাজ হোসেন এ কথা বলেন। আইনের ধারা পরিবর্তনের সুপারিশের জন্য জনসাধারণ, পুলিশ কর্মকর্তা, ছাত্র-শিক্ষক, বিশেষজ্ঞ, আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের পরামর্শ চাইবেন বলে জানান তিনি।

সফর রাজ হোসেন বলেন, ‘পুলিশ সংস্কার নিয়ে আমরা কাজ শুরু করেছি। গত কয়েক দিন ধরে নিজেরা অনানুষ্ঠানিক আলাপ করছিলাম। স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বসেছি। আইনের বিষয়গুলো নিয়ে সংস্কারের জন্য প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করা হয়েছে। এখন আমরা বসে কর্মপরিকল্পনা ঠিক করে কাজ শুরু করব।’

পুলিশের আইনটি ১৮৬১ সালের। পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) ১৯৪৩ সালের। এমন পরিপ্রেক্ষিতে পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘আমরা চাই, গণতান্ত্রিক দেশে পুলিশ একটি ভালো বাহিনী হয়ে জনগণের জন্য কাজ করুক। যাদের মুখ্য উদ্দেশ্য হবে জনগণকে সেবা দেওয়া। সেভাবেই পুলিশ বাহিনী গড়ার পরামর্শ দেওয়া হবে। এ জন্য পৃথিবীর অন্য দেশগুলোতে পুলিশ কীভাবে কাজ করে, সেখান থেকেও আমরা ভালো বিষয়গুলো নেওয়ার চেষ্টা করব।’

পুলিশ সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, ‘সময় আমাদের হাতে তিন মাস। এর চেয়ে খুব বেশি বাড়াতে পারব না। সময় পাওয়া গেলে আমরা সুপারিশগুলো ওয়েবসাইটে দেব। যাতে জনগণ সংস্কার নিয়ে তাদের মতামতগুলো দিতে পারে।’

আরও পড়ুন