চট্টগ্রামে রবীন্দ্রসংগীতবিষয়ক কর্মশালা
চট্টগ্রামে চলছে দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীতবিষয়ক কর্মশালা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রামের আয়োজনে বৃহস্পতিবার সকালে এ কর্মশালা শুরু হয়েছে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এই কর্মশালায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
‘সাধারণ’ ও ‘শিশু’ দুটি ভাগে ভাগ হয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন প্রশিক্ষণার্থীরা। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন শিল্পী বুলবুল ইসলাম, লাইসা আহমেদ লিসা ও সুকান্ত চক্রবর্তী। এ ছাড়া পরিষদের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়সহ অন্যরাও উপস্থিত ছিলেন।
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বুলবুল ইসলাম বলেন, ‘বাঙালির যাপিত জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর এক অনিবার্য সত্তা। যুগে যুগে তিনি বাঙালিকে প্রেরণা জুগিয়েছেন। রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে আমরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাই। এ জন্য শুদ্ধ রবীন্দ্রচর্চার প্রয়োজন।’
শুক্রবার দুপুরে এ কর্মশালা শেষ হবে। এরপর সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘আকাশে দুহাতে প্রেম বিলায়’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে ‘প্রান্তজনের প্রতি রবীন্দ্রনাথের দায় এবং পতিসর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান। সংগীত পরিবেশন করবেন ঢাকা থেকে আসা তিন অতিথি শিল্পী।