কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁর নাম সাজু মিয়া। বয়স ২০ বছর। শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য সাজুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
সাজু মিয়ার মামা জুবায়ের হোসাইন প্রথম আলোকে বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের একটি নির্মাণাধীন বাসার তৃতীয় তলায় কাজ করার সময় সাজু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে আনা হলে শনিবার সন্ধ্যায় মারা যান।
সাজুর গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খাগড়া গ্রামে।