নির্বাচনী প্রচারে সরকারি কর্মকর্তা, বিধি মানার নির্দেশ ইসির

নির্বাচন কমিশন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচারে উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের সদস্য ফয়েজ আহমেদ। এতে সরকারি এই কর্মকর্তাকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও ভিডিওতে দেখা যায়, তিনি (ফয়েজ আহমেদ) পটুয়াখালীর সদর উপজেলার ভূরিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থী রুবেল মোল্লার নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২২ বিধি: সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচনী প্রচারণা এবং সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বাধা-নিষেধে বলা আছে যে, (১) সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সেখানে ভোটার হলে শুধু ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন।

চিঠিতে আরও বলা হয়, যেহেতু নির্বাচনী প্রচারণায় ওই কর্মকর্তার উপস্থিত থাকার বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, তাই তাঁকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।