নয়াদিল্লিতে ৩ দিনের কাপা ইন্ডিয়া সামিট শুরু

কাপা ইন্ডিয়া এভিয়েশন সামিটের প্যানেল আলোচনায় অংশ নেন এভিয়েশন বিশেষজ্ঞরাছবি: সংগৃহীত

এভিয়েশন খাতে জানাশোনা বাড়িয়ে নিজেদের ব্যবসা সম্প্রসারিত করার সুযোগ তৈরি করতে কাপা ইন্ডিয়া এভিয়েশন সামিট শুরু হয়েছে। আজ বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ সম্মেলন শুরু হয়।

বাংলাদেশ থেকে এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ এ সম্মেলনে অংশ নিয়েছেন। এমজিএইচ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিন দিনব্যাপী এ সামিট চলবে ৭ জুন পর্যন্ত। এর মাধ্যমে আন্তর্জাতিক ও ভারতীয় এভিয়েশন খাতে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি নিজেদের ভাবনা বিনিময় করে বিশেষজ্ঞদের কাছ থেকে জানার সুযোগ তৈরি করবে। এবারের আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক এমজিএইচ গ্রুপ।

এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা আনিস আহমেদ (ডানে) সম্মেলনের ফাঁকে ভারতের আকাশ এয়ারের সহপ্রতিষ্ঠাতা আদিত্য ঘোষের সঙ্গে কুশল বিনিময় করেন
ছবি: সংগৃহীত

এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা আনিস আহমেদ বলেন, উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এভিয়েশন খাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সম্মেলন কাজে দেবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াজুড়ে এভিয়েশন খাতের সঙ্গে নিজেদের সম্পর্কের নেটওয়ার্ক বাড়ানোর অন্যতম সুযোগ এই সম্মেলন।

কাপা ইন্ডিয়ার লক্ষ্য হচ্ছে, যুগান্তকারী পরিবর্তনে সমাধান দেওয়া যা এভিয়েশন খাতের অংশীজনদের উড়োজাহাজ, মহাকাশ ও ভ্রমণশিল্পে ইতিবাচক প্রভাব ফেলে।