নোয়াখালীতে পানির ট্যাংক বিস্ফোরণে আহত ৭
নোয়াখালী শহরের হাসপাতাল সড়কের একটি ভবনের পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া নয়টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের আদর হাসপাতাল ভবনে এ ঘটনা ঘটে।
আদর হাসপাতালের ফার্মেসির স্বত্বাধিকারী মো. আবদুল কাদের বলেন, রাত নয়টার দিকে হাসপাতাল ভবনের নিচে বেজমেন্টে পানির ট্যাংক পরিষ্কার করতে যান দিনমজুর আশিক ও রাফেল। তখন তিনি ফার্মেসিতে ছিলেন না। একপর্যায়ে বিকট শব্দে পানির ট্যাংক বিস্ফোরিত হয়।
এতে তাঁর ফার্মেসি বিধ্বস্ত হয়। ওই সময় দোকানে থাকা কর্মচারী দুলাল, দিনমজুর আশিক ও রাফেল গুরুতর দগ্ধ হন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাতজনের মধ্যে একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, বহুতল ভবনের বেজমেন্টে থাকা পানির ট্যাংকে বিস্ফোরণে হাসপাতালের ফার্মেসি লন্ডভন্ড হয়ে যায়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।