ঢাকায় মালয়েশিয়া হেলথকেয়ার ওয়েলনেস ফেয়ার অনুষ্ঠিত

রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

বিশ্ব মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস উপলক্ষে মালয়েশিয়া ওয়েলনেস ফেয়ারের আয়োজন করেছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)। গত শুক্রবার রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।

এমএইচটিসির রেফারেল পার্টনার জিডি অ্যাসিস্ট লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ মেলায় স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মশালা ও সেশনের আয়োজন করা হয়। মেলায় ১৬টি স্টলে বাংলাদেশ ও মালেশিয়ার উদ্যোক্তারা স্বাস্থ্য ও সুস্থ বিষয়ে তাঁদের পণ্য ও আইডিয়া প্রদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমএইচটিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফারিজল বি জাফর বলেন, ‘আমরা ঢাকায় প্রথমবারের মতো ওয়েলনেস ফেয়ার আয়োজন করতে পেরে আনন্দিত। এই ইভেন্ট মালয়েশিয়ার স্বাস্থ্যসেবাকে ঢাকার স্বাস্থ্য ও সুস্থপ্রত্যাশীদের কাছে পরিচিত করে তুলবে বলে আশা রাখছি। এই ইভেন্টে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অনেকেই উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য মালয়েশিয়া যেতে আগ্রহী হবেন।’

ওয়েলনেস ফেয়ারে অংশগ্রহণকারীরা ফিটনেস সেশন ও সুস্থ কর্মশালায় যোগ দেন। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি সেবা প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’ মানসিক সুস্থ বিষয়ে আলোচনা করে। মেলায় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার প্রদর্শিত হয়। ছিল বিভিন্ন লাইভ পারফরম্যান্স ও সংগীতসন্ধ্যা। মেলায় সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া দেখে এমএইচটিসি আরও ওয়েলনেস ফেয়ার আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশে।