ঈদের আগে–পরে নৌপথে যেসব যান চলাচল বন্ধ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীছবি: বাসস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে বাল্কহেড (বালুবাহী নৌযান) চলাচল আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ঈদের আগের তিন দিন ও ঈদের পরের তিন দিন কোরবানির পশু, নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এই সিদ্ধান্ত জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ‘এবার নতুন করে খুব বেশি সিদ্ধান্ত হয়নি। গতবারের মতো সিদ্ধান্তগুলো আছে। গত ঈদযাত্রা বাধা বিঘ্ন ছাড়াই হয়েছে। এবার যেন তা আরও সুন্দর ও নিরাপদ হয়।’