বাগদা চিংড়ির দেড় লাখ রেণু পোনা জব্দ করেছে নৌ পুলিশ

দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে নৌ পুলিশছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৫৮ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু (সদ্য জন্ম নেওয়া পোনা) জব্দ করেছে নৌ পুলিশ। দেশের বিভিন্ন এলাকার নদ–নদী থেকে অবৈধভাবে এসব রেণু পোনা ধরা হচ্ছিল। এ সময় ২০ লাখ ৪২ হাজার ২০৫ মিটার অবৈধ জাল ও ৭৪ কেজি মাছ জব্দ করা হয়। আর নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয় ৩২ জনকে।

আজ বৃহস্পতিবার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথী রানী শর্মা প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি নিষিদ্ধ জাল ও মাছ জব্দ করা হয়।

নৌ পুলিশ আরও জানায়, তাদের অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় সাতটি বাল্কহেড আটক করা হয়েছে। অবৈধ জালে মাছ ধরার দায়ে তিনটি নৌকা ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর উদ্ধার করা মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।