সিইসি ও কমিশনারদের বেতন কত হবে, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

নির্বাচন কমিশন ভবনফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের বেতন কত হবে, তা নির্ধারণ করে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইন অনুযায়ী সিইসির বেতন হবে ১ লাখ ৫ হাজার টাকা। আর অন্য কমিশনারদের বেতন হবে ৯৫ হাজার টাকা। এই বেতনের পাশাপাশি ৫০ শতাংশ বিশেষ ভাতাসহ অন্যান্য ভাতাও পাবেন তাঁরা।

আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২৪’–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে বর্তমানে যে আইন আছে, সেটি ১৯৮৩ সালের। কিন্তু সামরিক শাসনের সময়ে আইনগুলো পরিবর্তনের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা আছে। তারই আলোকে এটি (প্রস্তাবিত আইন) করা হয়েছে। এতে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের সুযোগ-সুবিধা ও বেতন–ভাতা নির্ধারণ করা হয়েছে। মূলত আগের আইনকেই অনুসরণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে ছিল সিইসি আপিল বিভাগের বিচারপতির সমান বেতন-ভাতাদি পাবেন। আর নির্বাচন কমিশনাররা হাইকোর্টের বিচারপতির সমান বেতন-ভাতাদি পাবেন। প্রস্তাবিত আইনে সেটি না লিখে করা হয়েছে সিইসি প্রতি মাসে ১ লাখ ৫ হাজার টাকা বেতন পাবেন। আর নির্বাচন কমিশনার পাবেন ৯৫ হাজার টাকা। আর তাঁরা মূল বেতনের ৫০ শতাংশ বিশেষ ভাতা পাবেন। এ ছাড়া উৎসব ভাতা, বাংলা নববর্ষের ভাতা, আবাসন, যানবাহনের সুবিধাসহ আরও কিছু সুবিধা পাবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের মর্যাদার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মো. মাহবুব হোসেন বলেন, সেটি মূল আইনে আছে।

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।