আশা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু
স্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল সোমবার উৎসবমুখর পরিবেশে বিবিএ ও অ্যাপ্লায়েড সোশিওলজি প্রোগ্রামের মধ্য দিয়ে শুরু হয় নতুন ক্যাম্পাসের ক্লাস।
রাজধানীর তুরাগ থানাধীন উত্তরা তৃতীয় প্রকল্প এলাকায় আশা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইকবাল খান চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ওয়ালিউল বারীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।