সাবেক মন্ত্রী আবদুর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান ও আরও তিন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।
আজ বুধবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান।
অপর তিনজন হলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
এর আগে গত সোমবার রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলমের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া গত রোববার দুদকের সভায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ পাঁচজনের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।