আবার শুরু হচ্ছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শনিবার সকাল নয়টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করা হবে। সারা দেশে বিতর্কচর্চা ছড়িয়ে দিতে এবার ৪০টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে।
বিতর্ক উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানে ঢাকার ৫টি অঞ্চলের ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিতর্কের মডারেটর ও শিক্ষার্থীরা যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মডেল বিতর্ক ও কর্মশালা, প্রশ্নোত্তরপর্বসহ থাকবে নানা আয়োজন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
অনুষ্ঠানে যোগ দেবেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, মনোচিকিৎসক ডা. আহমেদ হেলাল, টিভিব্যক্তিত্ব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন বাংলাদেশের (বিডিএফ) সাবেক সভাপতি আব্দুন নূর তুষার, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আয়মান সাদিক, মার্কিন সাময়িকী ফোর্বস–এর এ বছরের ‘থার্টি আন্ডার থার্টিতে’ স্থান করে নেওয়া বাংলাদেশি তরুণ টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা সারাবন তোহুরা ও আনোয়ার সায়েফ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ শিরোপাজয়ী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৌরদীপ পাল প্রমুখ।
পুষ্টির পক্ষ থেকে টি কে গ্রুপের মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মাদ মোফাচ্ছেল হক এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শিগগিরই সারা দেশের আঞ্চলিক বিতর্ক উৎসবের তারিখ প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি অঞ্চলের সেরা বিতার্কিকদের নিয়ে হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।
দ্বিতীয়বারের মতো প্রথম আলোর আয়োজনে বিতর্ক উৎসবে এ বছরও পৃষ্ঠপোষকতায় থাকছে টি কে গ্রুপের ব্র্যান্ড পুষ্টি। সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা এবং প্রচার সহযোগী হিসেবে আছে নাগরিক টিভি।