র‌্যাঙ্ক ব্যাজের দাবিতে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে পুলিশের নন–ক্যাডার কর্মকর্তাদের বৈঠক

প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নীত পুলিশ পরিদর্শক ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত উপপরিদর্শকেরা (এসআই) র‍্যাঙ্ক ব্যাজসহ বিভিন্ন দাবি পূরণের দাবি জানিয়েছেন। নন–ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা আজ রোববার বিকেলে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিবের সঙ্গে দেখা করে তাঁদের দাবি তুলে ধরেন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লা আল-মামুনের পরামর্শে আজ বেলা সাড়ে তিনটার দিকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১০ জন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিব মো. মোস্তাফিজুরের সঙ্গে র‍্যাঙ্ক ব্যাজসহ বিভিন্ন দাবি পূরণে বৈঠক করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী এবং সাধারণ সম্পাদক তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম।

বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ২০১২ সালে পরিদর্শক পদটিকে প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নীত করা হয়। আর এসআই ও ট্রাফিক সার্জেন্টের পদকে উন্নীত করা হয় দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায়। তখন থেকে পরিদর্শকদের দুই কাঁধে দুটি করে মোট চারটি পিপস এবং এসআই ও ট্রাফিক সার্জেন্টদের দুই কাঁধে একটি করে দুটি পিপস পরার কথা। কিন্তু গত ১১ বছরে পরিদর্শক, এসআই ও ট্রাফিক সার্জেন্টরা তাঁদের পদের জন্য নির্ধারিত র‍্যাঙ্ক ব্যাজ পরতে পারেননি।

অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠকে স্বরাষ্ট্রসচিবকে জানান, প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নতির এত বছর হয়ে যাওয়ার পরও পুলিশ পরিদর্শকেরা এখনো নবম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। নবম গ্রেডের কর্মকর্তারা ১০ বছর চাকরি করার পর সিলেকশন গ্রেড পেয়ে ষষ্ঠ গ্রেডে উন্নীত হন। কিন্তু পুলিশ পরিদর্শকেরা তা থেকে বঞ্চিত। অন্যান্য ক্যাডারে প্রথম শ্রেণির পদমর্যাদার কর্মকর্তারা যে সুযোগ-সুবিধা পাচ্ছেন, তার সঙ্গে তাঁদেরও সমন্বয় করা উচিত। পুলিশে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হয়। কিন্তু কনস্টেবল থেকে পরিদর্শক পদে সেই অনুপাতে পদোন্নতি হচ্ছে না।

পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রসচিব তাঁদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শুনেছেন এবং তা সুরাহা করার আশ্বাস দিয়েছেন।

পরে অ্যাসোসিয়েশনের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। এ সময় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে ধন্যবাদ জানান।

আজ রাতে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘তাঁরা তাঁদের দাবি জানিয়েছেন। আমরা বিষয়টি দেখছি।’