মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ক্যাপসুল লিফট বসানোর সুপারিশ

জাতীয় সংসদ ভবনফাইল ছবি

জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনগুলোয় ক্যাপসুল লিফট স্থাপন করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত কমিটির বৈঠকে ক্যাপসুল লিফট স্থাপন নিয়ে আলোচনা হয়েছিল। ওই বৈঠকে কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছিলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বয়স্কদের দ্বিতীয় তলায় ওঠা কষ্টকর। পরে কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিল।

আজকের বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সেটির ওপর পিইসি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি একাধিক পর্যায়ে ধারাবাহিকভাবে পরপর বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এতে বর্তমানে চালু থাকা ও বাণিজ্যকভাবে ব্যবহৃত কমপ্লেক্সগুলোয় লিফট স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে প্রথম পর্যায়ের প্রকল্প গ্রহণ করার কথা বলা হয়েছে। প্রথম পর্যায়ে প্রকল্পের সফলতার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে প্রকল্প নেওয়া যেতে পারে বলে পিইসি সভায় সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গোলাম দস্তগীর গাজী, আবদুল লতিফ সিদ্দিকী ও মাহফুজা সুলতানা বৈঠকে অংশ নেন।