আহত ছাত্র–জনতার চিকিৎসায় সহায়তা দেবে ব্র্যাক ব্যাংক
ন্যায়বিচার ও সামাজিক ন্যায্যতার প্রতি অবিচল আস্থা রেখে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যাংকটির করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তহবিল থেকে দুই কোটি টাকার অর্থসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।
এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালকেরাও তাঁদের এক মাসের সম্মানী দিয়ে আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
ছাত্র আন্দোলন কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশে সৃষ্ট গণ-অভ্যুত্থানে দেশের অনেক সাহসী মানুষ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই আন্দোলনে অসংখ্য হতাহতের ঘটনাও ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশজুড়ে অনেক ছাত্র-জনতা নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন হাজারো বিক্ষোভকারী, যাঁদের মধ্যে বেশির ভাগই তরুণ।
আহত ব্যক্তিরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্তর্বর্তী সরকার তাঁদের চিকিৎসার ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুতর আঘাতের কারণে আহত ব্যক্তিদের অনেকেরই জরুরি ওষুধ ও অন্যান্য সহায়তা প্রয়োজন পড়ছে। এর ফলে তাঁদের যথাযথ চিকিৎসাসেবা ও সুস্থতা নিশ্চিত করতে সমাজের বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণ ও সহায়তা প্রয়োজন। এই পরিস্থিতিতে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের এমন মানবিক উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘যাঁরা সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা তাঁদের পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করি। এই ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে আন্দোলনে যাঁরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাঁদের সহায়তা করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’