শুভ সকাল। আজ ২৮ মে, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় ছয় জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এই ঝড়ে উপকূলের ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্তারিত পড়ুন...
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর স্ত্রী জীশান মীর্জার নামে পাওয়া গেছে আরও ২৭৬ বিঘা (৯১ একর) জমি। বিস্তারিত পড়ুন...
সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অবসর নেওয়ার পরও আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে তিনি সাবেক পুলিশপ্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছেন। বিস্তারিত পড়ুন...
মেট্রোরেল পুরোপুরি চালু হওয়ার পর থেকে শেওড়াপাড়ার বাসা থেকে কারওয়ান বাজার অফিসে আসার যে দুর্ভোগ, তা একদম ভোজবাজির মতো নাই হয়ে গেল। আগে যেখানে এক-দেড় ঘণ্টা হাতে নিতে বের হতে হতো, সেখানে এখন একদম ঘড়ির কাঁটা ধরে আধা ঘণ্টা আগে বের হলেই চলে। বিস্তারিত পড়ুন...
হামাসের ৭ অক্টোবরের হামলার পর সিসিলিয়ার বিশ্ববিদ্যালয় (ফ্রি ইউনিভার্সিটি) ইসরায়েলের সমর্থনে একটি পক্ষপাতদুষ্ট বিবৃতি প্রকাশ করে। এর পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ইসলামভীতি–সংক্রান্ত হয়রানি বাড়তে থাকে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে সিসিলিয়া ও আরও কয়েকজন মিলে একটি কমিটি গঠন করেন। বিস্তারিত পড়ুন...