সুপ্রিম কোর্টের হেল্পলাইনে গত তিন মাসে বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি অভিযোগ এসেছে। এ ছাড়া হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তিনটি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি ও আইনজীবীদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ এসেছে। অভিযোগ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেবার কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেবা চালু হওয়ার তিন মাস পার হওয়ার পর দেখা যায়, এ পর্যন্ত সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা–সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিলসংক্রান্ত মোট এক হাজার তিনটি ফোনকল গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আইনি পরামর্শ বা সেবা গ্রহণের জন্য ৬০৪টি কল আসে। এ ছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে কল আসে ৩৪৪টি। সব কটি কলের ক্ষেত্রেই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে অভিযোগের তিন মাসের তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বিগত তিন মাসে এ ধরনের মোট ৫৫টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি–সংক্রান্ত ২২টি অভিযোগ আসে। সব অভিযোগ–সম্পর্কিত সেবা ইতিমধ্যে নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে ৩৩টি অভিযোগ আসে। এর মধ্যে বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তিনটি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি ও আইনজীবীদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আসে। এসব অভিযোগ সম্পর্কে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো বাধা পেলে বা যেকোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে, সে বিষয়ে বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতাকে সহায়তা দিতে গত বছরের সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়। নম্বরটি হচ্ছে +৮৮০১৩১৬১৫৪২১৬। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা–বিকেল ৪টা পর্যন্ত এ নম্বরে সেবা দেওয়া হয়ে থাকে।