ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায় পৌঁছেছেন

প্রণয় বার্মা
ছবি : সংগৃহীত

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বুধবার রাতে ঢাকায় এসেছেন। তিনি বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হয়েছেন। যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনারের পদে যোগ দিতে গত রোববার বিক্রম দোরাইস্বামী ঢাকা ছেড়ে যান।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নতুন ভারতীয় হাইকমিশনারের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন। ভারতের নতুন হাইকমিশনার শিগগিরই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন। এরপরই প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।

গত ২৯ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের খবর প্রচার করে। ভারতীয় কূটনীতিক প্রণয় ভার্মা বাংলাদেশে নিয়োগ পাওয়ার আগে ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন।

প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি ভারতের ওয়াশিংটন, বেইজিং, সান ফ্রান্সিসকো, হংকং ও কাঠমান্ডু মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি যুগ্ম সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং পরমাণু শক্তি বিভাগে কাজ করেছেন।

যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে টাটা স্টিলে কাজ করেছিলেন।