শুভ সকাল। আজ ২৭ ডিসেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সরকারের মন্ত্রিসভার এক মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩১২ কোটি টাকার ব্যবসা রয়েছে। তবে তিনি নির্বাচনী হলফনামায় এ তথ্য দেননি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। টিআইবি ওই মন্ত্রীর নাম প্রকাশ করেনি। সরকারের কোনো কর্তৃপক্ষ চাইলে তথ্যপ্রমাণসহ তাঁরা সবকিছু সরবরাহ করবেন বলে জানিয়েছেন টিআইবির কর্মকর্তারা।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাশে পাচ্ছেন না রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ ১৪–দলীয় জোটের শরিক দলের নেতারা। উল্টো স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে তাঁদের। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া ছয়টি আসনের কয়টিতে জোটের শরিকেরা জয় পাবেন, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
৪৩তম বিসিএসে যুক্ত হচ্ছে আরও ৪০৪টি ক্যাডার পদ। এসব পদ যুক্ত হলে এই বিসিএস থেকে নিয়োগ পাবেন ২ হাজার ২১৮ জন ক্যাডার। নতুন যুক্ত হওয়া পদের মধ্যে বেশি যুক্ত হবে কৃষি ক্যাডারের পদে। এই চাহিদাপত্র পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাংবিধানিক এই প্রতিষ্ঠানের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। এই বিসিএসের ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানায় ওই সূত্র।
সাধারণত বাজারে নতুন আলু উঠলেই দাম কমতে শুরু করে। কিন্তু এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে। বাজারে নতুন আলু উঠছে, পুরোনো আলুও আছে। কিন্তু দাম কমার বদলে বাড়ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এসেও পুরোনো আলু বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। অথচ অন্য বছরগুলোতে এ সময়ে পুরোনো আলুর চাহিদা একেবারে পড়ে যেত এবং দামও কমত। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, এখনো নতুন আলু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হয়নি। সে কারণে নতুন ও পুরোনো দুই ধরনের আলুর দামই বাড়তি।
ঢাকাকে যানজটমুক্ত করতে সরকার উড়ালসেতু, উড়ালসড়ক, মেট্রোরেল, বিআরটিসহ নানা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে ৯টি উড়ালসড়ক ও সমজাতীয় অবকাঠামো নির্মাণে ১৯ হাজার ৩৭৩ কোটি টাকা, মেট্রোরেল নির্মাণে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা এবং বিআরটি নির্মাণে ৪ হাজার ২৬৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।