লেখক মুশতাকের মৃত্যুর ৩ বছর: নতুন-নিরপেক্ষ তদন্ত শুরুর আহ্বান সিপিজের

লেখক মুশতাক আহমেদ
ছবি: সংগৃহীত

লেখক-রাজনৈতিক ভাষ্যকার মুশতাক আহমেদকে নির্যাতনের অভিযোগ ও তাঁর মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত শুরুর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন সিপিজে আজ রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন সিপিজের এশিয়া শাখার এক্স (সাবেক টুইটার) পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

সিপিজের বিবৃতিতে বলা হয়, মুশতাক আহমেদের কারাগারে মারা যাওয়ার তিন বছর পূর্ণ হচ্ছে আজ রোববার। রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতনের অভিযোগের কয়েক মাস পর তিনি কারাগারে মারা যান।

মুশতাক আহমেদকে গ্রেপ্তারের সময় জব্দ করা ব্যক্তিগত ডিভাইসগুলো তাঁর পরিবারের কাছে ফেরত দিতে আহ্বান জানিয়েছে সিপিজে।

আরও পড়ুন

২০২০ সালের মে মাসে লেখক মুশতাককে গ্রেপ্তার করে র‍্যাব। তিনিসহ মোট ১১ জনের বিরুদ্ধে র‍্যাব ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এই মামলায় মুশতাকের জামিন আবেদন ছয়বার নাকচ হয়। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি মারা যান।

আরও পড়ুন

মুশতাকের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায়। থাকতেন রাজধানীর লালমাটিয়ায়। তিনি মা-বাবার একমাত্র পুত্রসন্তান ছিলেন। দেশে প্রথম বাণিজ্যিকভাবে কুমির চাষের উদ্যোক্তা ছিলেন তিনি।

আরও পড়ুন