চট্টগ্রামে ডেঙ্গুতে ৯ বছরের শিশুর মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ১১৪ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাঠানো হয়েছে। মারা যাওয়া শিশুর নাম মরিয়ম (৯)। তার বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায়। সে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আগের দিন রোববার তাকে হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে ভর্তি করা হয়েছিল।
এ নিয়ে চট্টগ্রামে ২৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে শিশু ১২ জন। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪১ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৪ জন।