রিমান্ড শেষে কারাগারে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির
পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পৃথক দুটি হত্যা মামলায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরকে আজ আদালতে হাজির করা হয়। আদালতে তাঁদের পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রাজধানীর ভাষানটেক থানায় করা হত্যা মামলায় ১৭ সেপ্টেম্বর ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। অন্যদিকে রমনা থানায় করা হত্যা মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও লেখক শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৬ সেপ্টেম্বর সকালে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়। আর সেদিন মধ্যরাতে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় শাহরিয়ার কবিরকে।