উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ঢাবির সাদা দলের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানসহ সংগঠনের নেতারা শোকবার্তা দিয়েছেন। এতে বলা হয়, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নিহত এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। ওই ঘটনায় সারা জাতি আজ শোকে মূহ্যমান। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।’

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করে গুরুতর দগ্ধ যেসব শিক্ষার্থী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তাঁদের আশু সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সাদা দল।