বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু
ফেনীতে বন্যাদুর্গত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাইফুল ইসলাম। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি নির্মাণশ্রমিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, স্থানীয় কিছু বাসিন্দাসহ সাইফুল বন্যার্ত মানুষকে উদ্ধারে গতকাল ফেনীতে গিয়েছিলেন। সেখানে উদ্ধারকাজ করার সময় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। গতকাল রাতে বিষয়টি সাইফুলের পরিবারকে জানানো হয়েছে। তবে ফেনীর কোন জায়গায় সাইফুলের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত করে জানা যায়নি।
রামগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বলেন, নিহত সাইফুলের মরদেহ এখনো ফেনীতে রয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বন্যার্ত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে এক তরুণের মৃত্যুর বিষয়টি শুনেছি। তাঁর পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’