সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১১ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে নতুন ‘ডাইমেনশন’ তৈরি হতে পারে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে
ছবি: নোমান ছিদ্দিক

যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। ১৩ জুন (শুক্রবার) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে বৈঠকটি হবে। এ বৈঠকে নতুন ‘ডাইমেনশন’ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বিস্তারিত পড়ুন...

লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল, হয়েছে বিক্ষোভও

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে সমবেত হন তাঁরা। এই হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যানারে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছে আরেকটি দল
ছবি: প্রথম আলো

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছেন একদল প্রবাসী বাংলাদেশি। অপর দিকে প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিদের আরেকটি দল। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় তরুণকে কেন মেঝেতে ফেলে হাতকড়া পরানো হলো

যুক্তরাষ্ট্রের নিওয়ার্ক বিমানবন্দরে ভারতীয় তরুণকে মেঝেতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরানো হচ্ছে
ছবি: কুনাল জৈনের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিওয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবি দেখার পর নড়েচড়ে বসেছে নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট। বিস্তারিত পড়ুন...

বিসিবির সভাপতি হতে চান সৈয়দ আশরাফুল হক

সৈয়দ আশরাফুল হক।
শামসুল হক

ঢাকার ক্লাব ক্রিকেটে আজাদ বয়েজের ক্রিকেটার হিসেবেই বেশি পরিচিত ছিলেন সৈয়দ আশরাফুল হক। ক্রিকেটার হিসেবে তাঁর বড় কীর্তি আজাদ বয়েজের হয়ে করা ডাবল সেঞ্চুরি। ১৯৮১-৮২ মৌসুমে খেলা তাঁর ২১৪ রানের ইনিংসটিই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি। বিস্তারিত পড়ুন...

নির্বাচনের সময়সীমা, হামিদের ফেরা ও টিউলিপের চিঠি

ঈদুল আজহার আগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপিসহ বেশির ভাগ দল ডিসেম্বরে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল। আবার কোনো কোনো দল জানুয়ারি-ফেব্রুয়ারির কথা বলেছিল। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝিতে পবিত্র রোজা শুরু হবে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে কিংবা জানুয়ারিতে নির্বাচন হতে পারে। বিস্তারিত পড়ুন...