ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এম রিজওয়ান খান উদ্ভাবিত সোলার কুকিং প্রজেক্ট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গত বৃহস্পতিবার তিনি রাজধানীর বছিলায় ওই প্রকল্প পরিদর্শনে যান।
যুক্তরাজ্য সরকারের মডার্ন এনার্জি কুকিং সার্ভিসেস (এমইসিএস) এবং এনার্জাইজিং ডেভেলপমন্টে (ইএনডিইভি), জিআইজেডের যৌথ আর্থিক সহযোগিতায় ইউআইইউ ‘সোলার কুকিং প্রজেক্ট’ বাস্তবায়ন করছে। তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও তিনটি বাসাবাড়িসহ মোট ছয়টি স্থানে প্রকল্পটি চলমান বা পরিচালিত হচ্ছে।
এ প্রকল্পে সোলার ও গ্রিড পাওয়ার ব্যবহার করে স্বল্পমূল্যে রান্নার পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এতে রান্নার খরচ কমবে ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার ত্বরান্বিত হবে। পাঁচজনের পরিবারে এ পদ্ধতিতে রান্নার খরচ হবে ৫০০-৬০০ টাকা, যা জ্বালানি কাঠ বা গ্যাস সিলিন্ডার খরচের চেয়ে অনেক কম, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।
এ সময় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনিরা সুলতানা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ, ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক হাবিব ইফতেখার আলম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক ও অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।