বৈশ্বিক গণমাধ্যম পুরস্কারে প্রথম আলোর দুই স্বীকৃতি

প্রথম আলোর পক্ষ থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। পাশে ইনমার প্রেসিডেন্ট ম্যারিবেল পেরেজ ওয়াডসওয়ার্থ
ছবি: প্রথম আলো

গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩-এ দুটো পুরস্কার পেয়েছে প্রথম আলো। ২৬ মে নিউইয়র্কের হার্ভার্ড ক্লাব মিলনায়তনে গণমাধ্যমের বিশ্ব কংগ্রেসের সমাপনী সন্ধ্যায় এই পুরস্কার ঘোষণা এবং বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বৃদ্ধিতে সেরা আইডিয়া বিভাগে জাতীয় ব্র্যান্ডগুলোর মধ্যে প্রথম আলো তৃতীয় পুরস্কার লাভ করে। প্রথম আলোর উদ্যোগটার নাম ছিল বিকাশ ঈদ আয়োজন! আর প্রথম আলো ই–পেপার লাভ করে বেস্ট ইটেরেশন বিভাগে সম্মানসূচক স্বীকৃতি।  সারা পৃথিবীর ৪০টি দেশের ২৩৯টি সংবাদপত্র, ম্যাগাজিন, ডিজিটাল মিডিয়া, টেলিভিশন ও রেডিও থেকে ৭৭৫টি প্রকল্প পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নেয়।

ইনমার প্রেসিডেন্ট ম্যারিবেল পেরেজ ওয়াডসওয়ার্থ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক ও উপস্থাপক টেরি কারেল। প্রথম আলোর পক্ষ থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
ম্যারিবেল বলেন, সারা পৃথিবীতে সংবাদমাধ্যমের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। গণমাধ্যম শুধু এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে না, তারা সেসব জয়ও করছে। শেষ পর্যন্ত জয়ী হচ্ছে সততা, পেশাগত উৎকর্ষ ও সৃজনশীলতা। আর এই জয়ের পেছনে আসল কারণ হলো মানুষ। গণমাধ্যম মানুষের জীবনে অনেক বড় ভূমিকা রাখে।

ইনমা অ্যাওয়ার্ডস ২০২৩-এ দক্ষিণ এশিয়ার সেরা পুরস্কার লাভ করে টাইমস অব ইন্ডিয়া। পূজার গান নিয়ে বিশেষ আয়োজনের জন্য একটি বিভাগে প্রথম পুরস্কার পায় আনন্দবাজার গ্রুপ। আঞ্চলিক পত্রিকা ক্যাটাগরিতে দুটো প্রথম পুরস্কার পেয়েছে ভারতের জাগরণ। সারা পৃথিবীর গণমাধ্যম প্রতিনিধিরা এই বিশ্ব মিডিয়া কংগ্রেসে যোগ দেন।

গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩-এর সেরা পুরস্কার ‘বেস্ট ইন শো’ পেয়েছে নরওয়ের বিখ্যাত সংবাদমাধ্যম শিফস্টিডের অন্যতম প্রতিষ্ঠান বার্গেনস টিডেন। এই আয়োজনের সহযোগী ছিল গুগল নিউজ ইনিশিয়েটিভ।

এবার মোট ২০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। বিশ্বের সংবাদমাধ্যমগুলোর উদ্ভাবনী ও বেস্ট প্র্যাকটিস, মিডিয়া প্ল্যাটফর্মের সর্বোৎকৃষ্ট ব্যবহার, সাবস্ক্রিপশন, ব্যবসায় উন্নয়ন এবং ডেটা ও ইনসাইটস বিবেচনায় সেরা উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

ইনমার আফ্রিকা, এশিয়া–প্যাসিফিক, ইউরোপ, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ এশিয়া—এই ছয় অঞ্চলের নির্বাচিত আঞ্চলিক সেরা উদ্যোগগুলোকে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য বিবেচনা করা হয়। গত মার্চ মাসে ইনমা প্রাথমিক মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে, যেখানে প্রথম আলোর এ দুটি প্রকল্প স্থান পায়।

যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক বৈশ্বিক সংগঠন ইনমা ১৯৩৭ সাল থেকে বিশ্বের সংবাদমাধ্যমগুলোকে স্বীকৃতি ও পুরস্কার দিয়ে আসছে। ৭৭টি দেশের আট শতাধিক সংবাদমাধ্যম ইনমার সদস্য। সংবাদমাধ্যমের ব্যবসা, ব্র্যান্ড ও পাঠকদের নিয়ে কাজ করা বিশ্বের বৃহত্তম সংগঠন এটি।

ডিজিটাল বিজ্ঞাপনে প্রথম আলোর তৃতীয় পুরস্কার

‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান পেল প্রথম আলো ডিজিটালের 'বিকাশ ঈদ আয়োজন' ক্যাম্পেইনটি। গত পবিত্র ঈদুল ফিতরে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করে প্রথম আলো। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ডিজিটাল বিজ্ঞাপনে ‘কনটেন্ট টু কমার্স’ নামে নতুন একটি ধারা তৈরি করা হয়। ওই সময় প্রথম আলো অনলাইনে ফ্যাশন, খাবার ও জীবনধারা নিয়ে প্রকাশিত লেখাগুলো থেকে কিছু নির্ধারিত শব্দ বাছাই করে সেগুলো থেকে পাঠকদের প্রাসঙ্গিক পণ্য কেনার ওয়েবসাইট ও দোকানের সঙ্গে যুক্ত করা হয়। এই ক্যাটাগরিতে প্রথম হয় নরওয়ের এমেডিয়া। দ্বিতীয় পুরস্কার পায় দক্ষিণ আফ্রিকার মিডিয়া টুয়েন্টি ফোর। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসায় সাময়িকী ব্লুমবার্গ এবং নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড হেরাল্ড।

গত ১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের আরেক শীর্ষ সংগঠন ওয়ান-ইফরা আয়োজিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২-এ সোনা পায় এ প্রকল্প।

বিজ্ঞাপন বৃদ্ধিতে সেরা আইডিয়া বিভাগে জাতীয় ব্র্যান্ডগুলোর মধ্যে প্রথম আলো তৃতীয় পুরস্কার লাভ করে। প্রথম আলোর উদ্যোগটির নাম ছিল বিকাশ ঈদ আয়োজন!
ছবি: প্রথম আলো

প্রথম আলো ই-পেপারের সম্মানজনক স্বীকৃতি

প্রথম আলো ছাপা পত্রিকার মতো হুবহু খবর পড়া যায় eprothomalo.com-এ। এটি বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদসেবা, যেখানে টাকা দিয়ে নিবন্ধন করে সংবাদ পড়তে হয়। বেস্ট প্রোডাক্ট আইটেরেশন’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পায় প্রথম আলো ই-পেপারের উদ্ভাবনী উদ্যোগ।

এই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় ডেনমার্কের পলিটিকেন হাস, দ্বিতীয় পুরস্কার পায় জার্মানির সাডেচ ডাইচিং ডিজিটাল মিডিয়া। তৃতীয় পুরস্কার পায় নরওয়ের আফটেন পোস্টেন। গত ১ ফেব্রুয়ারি  ওয়ান-ইফরা আয়োজিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২-এ দুটি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পায় প্রকল্পটি।

এ নিয়ে টানা তিনবার ইনমার গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পুরস্কার পেল প্রথম আলো। গত বছর একটি প্রথম, একটি দ্বিতীয় ও একটি সম্মানজনক স্বীকৃতি পায় প্রথম আলো। এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো একটি সম্মানজনক স্বীকৃতি মিলেছিল।