আমরা সন্তুষ্ট বোধ করছি: দুই সিটির ভোট নিয়ে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
ছবি: প্রথম আলো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন সার্বিকভাবে ভালো হয়েছে। তাঁরা সন্তুষ্ট বোধ করছেন। সিইসি বলেন, রাজশাহীতে ৫২-৫৫ শতাংশ এবং সিলেটে ৪৬ শতাংশের মতো ভোট পড়েছে বলে তাঁরা ধারণা করছেন।

আজ বুধবার দুই সিটি করপোরেশনে ভোট গ্রহণ শেষে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা সন্তুষ্ট বোধ করছি। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা অবাধে, নির্বিঘ্নে এসে ভোট দিয়েছেন। কোথাও কোনো বাধা পেয়েছে বলে শুনিনি, তথ্য পাইনি। কাজেই সার্বিকভাবে আজকের নির্বাচনগুলো ভালো হয়েছে।’

এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়াকে ‘গুড এনাফ’ বলে মন্তব্য করেন সিইসি। তবে তিনি বলেন, ৬০-৭০ শতাংশ হলে তা চমৎকার হবে। কমিশন চেষ্টা করে যাবে।

সিটি ভোট নিয়ে সার্বিক মূল্যায়নের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সময়ে বিশেষ করে ক্রিটিক্যাল নির্বাচনগুলো যে পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন, এ নির্বাচনগুলো ভালো হয়েছে।’

আগামী জাতীয় নির্বাচন নিয়েও আশাবাদ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এটা আমরা বিশ্বাস করি, জাতীয় নির্বাচনটাকে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাতে ভোটাররা খুব উৎসাহিত হবেন যে ভোট উৎসবমুখর হতে পারে। সেখানে ভোটাররা আগ্রহী হবেন ভোটকেন্দ্রে যেতে; সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। ভবিষ্যতেরটা আমরা ভবিষ্যতে দেখব, তবে আমরা আশাবাদী।’