ঢাকা কমার্স কলেজ এইচএসসিতে ভালো ফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে

শিক্ষকদের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাংশ
ছবি: সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় ভালো ফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে ঢাকা কমার্স কলেজ। এ বছর কলেজের ৩ হাজার ২২৩ শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২০০ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছেন ৩৫২ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৬২৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৬১৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২৮ জন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৯৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৮৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২৪ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু মাসুদ বলেন, ‘বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফল অর্জনের বিষয়ে গুরুত্বারোপের মাধ্যমে ধারাবাহিক এ সাফল্য। দেশসেরা ঐতিহ্যবাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আলোকিত মানুষ তৈরির একনিষ্ঠ অংশগ্রহণেই আমরা অধিকতর যত্নশীল।’

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ঢাকা কমার্স কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাঙ্কিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮–এ ঢাকা কমার্স কলেজ দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে।