কাস্টম হাউসের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সোনার বার
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শুল্ক বিভাগের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

কাস্টম হাউসের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, বিমানবন্দরের ভেতরের চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।

সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে ২ সেপ্টেম্বর। পরদিন এ ঘটনায় ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় শুল্ক বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

শুল্ক বিভাগের ভাষ্য অনুযায়ী, চুরি হওয়া এসব সোনা ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে। কিন্তু এত দিন ধরে এত পরিমাণ সোনা বিমানবন্দরের গুদামে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন