বিরতি দিয়ে বৃষ্টি হবে কয়েক দিন, এরপর মৃদু তাপপ্রবাহ
দেশে অধিকাংশ জেলায় বিরতি দিয়ে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন এ বৃষ্টিপাতের পর আবার সারা দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আগামীকাল রোববার থেকে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও বৃষ্টিসহ বজ্রপাতের হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আগামী কয়েক দিন সারা দেশে বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে। সেটা ৮ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
কাল থেকে দুপুরে এক স্থানে বৃষ্টি আবার বিকেলে অন্য স্থানে বৃষ্টি এমনটা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
তবে ৮ আর ৯ মে থেকে বৃষ্টি কমে গিয়ে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মো. ওমর ফারুক বলেন, তবে এ সময় দেশের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি।
আবহাওয়া অধিদপ্তরের দৈনিক বুলেটিনের তথ্যমতে, গত শুক্রবার সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনী জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে।
৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।
বৈশাখের শুরু থেকে দেশের কোথাও কোথাও মাঝেমধ্যে কালবৈশাখী বয়ে যাচ্ছে। দেশের হাওর অঞ্চলে বজ্রপাতেও মৃত্যুর বেশ কিছু ঘটনা ঘটেছ।